×

জাতীয়

আইনমন্ত্রীকে বক্তব্যে সহায়তা করলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ১২:৪০ পিএম

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার বিলটি সংসদে আইনমন্ত্রী আনিসুল হক তোলার পরে বিএনপির হারুনুর রশীদ এর ব্যাপক বিরোধিতা করে বিলটি বাতিল করে আরো বিষদভাবে মানদণ্ডগুলো সুষ্পষ্ট করা ও সংশ্লিষ্ট সকলের মতামত নেবার দাবি জানান।

প্রতিউত্তরে যখন আইনমন্ত্রী তার বক্তব্য দিচ্ছিলেন, তখন পাশ থেকে প্রধানমন্ত্রী বলতে থাকেন, বিএনপি কারচুপি করে ভোটে জয়লাভের জন্য ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানায়।

তিনি আরও বলতে থাকেন, আমাদের আমলে এনআইডি কার্ড পাঞ্চ করে যদি তার আঙ্গুলের ছাপ মেলে তবেই ইভিএমের মাধ্যেম ভোট দিতে পারেন, আমরা স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করেছি। বিএনপির আর ভুয়া ভোটার দিয়ে ভোটে জিততে পারবে না।

প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে আরও বলেন, কোনো একজন বিচারপতিকে রাখতে দুই বছর চাকরির মেয়াদ বাড়াতে আইন করেন, এমন সব তথ্যের যোগান দিয়ে আইনমন্ত্রীকে সহায়তা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App