×

শিক্ষা

ভিসির পদত্যাগ চেয়ে শাবি শিক্ষার্থীদের কাফন মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ০৪:৩৭ পিএম

ভিসির পদত্যাগ চেয়ে শাবি শিক্ষার্থীদের কাফন মিছিল

শনিবার শাবিপ্রবি ক্যাম্পাসে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের কাফন পরিহিত মৌন মিছিল। ছবি: সংগৃহীত

ভিসির পদত্যাগ চেয়ে শাবি শিক্ষার্থীদের কাফন মিছিল
উপাচার্যের পদত্যাগ দাবিতে কাফনের কাপড় পরিধান করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতীকী প্রতিবাদ মিছিল করেছে। এ সময় তিন শতাধিক শিক্ষার্থী স্ট্রেচারে করে এক শিক্ষার্থীর প্রতীকী লাশ বহন করেন। শনিবার (২২ জানুয়ারি) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মৌন মিছিল শুরু হয়, মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মৌন মিছিলের উদ্দেশ্য নিয়ে আন্দোলনকারীদের পক্ষে হাসিবুর রহমান বলেন, আমাদের এ কাফন পরিধান একটা প্রতীকী চিত্র মাত্র। কিন্তু কিছুক্ষণ পর এ চিত্র বাস্তবে রূপও নিতে পারে।   আমাদের যেসব ভাই-বোন অনশনে রয়েছে, তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে এমন চিত্র হতেও পারে। অনশনে যারা আছে তারা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ যতক্ষণ পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত তারা অনশন ভাঙবে না। শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের এক দফা এক দাবি ‘ভিসির পদত্যাগ’। এই দাবিতে গত বুধবার থেকে ২৪ জন শিক্ষার্থী অনশনে বসেন। প্রায় ৭২ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আমাদের দাবি মেনে নেয়া হয়নি। তাদের স্বাস্থ্য ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে এবং তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আমরা আমাদের সহযোদ্ধাদের কোনোভাবেই একা মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের এই এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনের মঞ্চ থেকে এক পাও নড়ব না। আমরা পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে কাফন পরিধান করে মিছিল করছি। এই উপাচার্যের জন্য যদি এক জনেরও মৃত্যু হয় তাহলে আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত আছি এবং এই মৃত্যুর দায় ভিসি নিবে। এদিকে প্রতিবেদন তৈরির পূর্ব পর্যন্ত অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে ৯ জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে ৯ জনই হাসপাতালে। এছাড়া ছেলেদের মধ্যে ৬ জনসহ ১৬ শিক্ষার্থী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া বাকি ৭ শিক্ষার্থী অনশনস্থলে অসুস্থ অবস্থায় অনশন করছে। এদিকে তিন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App