×

সাহিত্য

‘ইউরিডাইস’ এর উদ্বোধনী মঞ্চায়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ০৮:৪৩ পিএম

‘ইউরিডাইস’ এর উদ্বোধনী মঞ্চায়ন

নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের নাটক ‘ইউরিডাইস’ এর একটি দৃশ্য। ছবি: ভোরের কাগজ

নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করলো দলটির নতুন প্রযোজনার নাটক ‘ইউরিডাইস’।

শনিবার (২২ জানুয়ারি) ছুটির দিনের সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নতুন এই নাটকটি মঞ্চে এনেছে নাটকের দল নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল।

প্রখ্যাত ফরাসী নাট্যকার জ্যঁ আঁনুই রচিত ও খায়রুল আলম সবুজ অনূদিত ‘ইউরিডাইস’ এর নির্দেশনায় ছিলেন ড. চঞ্চল সৈকত।

নাটকটি প্রসঙ্গে নির্দেশক ড. চঞ্চল সৈকত বলেন, একইসঙ্গে সামাজিক-নৈতিক অবক্ষয় এবং চিরন্তন ভালোবাসার গল্প উঠে এসেছে ইউরিডাইস নাটকে। নৈতিক অবক্ষয়ের কারণে যুব সমাজ বিপদগামী হচ্ছে। আবার অনেকে ভালোবাসার ফাঁদে পড়ে জীবন বিলিয়ে দিচ্ছে। সমাজের অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে নাটকটিতে বিশেষ একটি বার্তা রয়েছে। অবৈধভাবে অর্থ উপার্জন করে এক সময় রাজনীতিতে প্রবেশ করে ক্ষমতার দাপটে মানুষকে বিভ্রান্ত করতে চায়। অর্থের দাপটে জীবন যৌবনের লালসা মেটাতে মরিয়া হয়ে ওঠে। পাশাপাশি সত্যিকাকের ভালোবাসার কারণে মানুষ তার জীবনকেও অত্মাহুতি দিতে কুণ্ঠিত হয় না। আবার মিথ্যে ভালোবাসার কারণে বিপদগামী হয়ে তরুণ-তরুণীরা জীবনে বিপর্যয় ডেকে আনে।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত শিল্পীরা।

অন্যদিকে, একইসময়ে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় আরণ্যক নাট্যদলের নাটক ‘কবর’। প্রয়াত মুনীর চৌধুরী রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন মামুনুর রশীদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App