সংগীত অঙ্গনের পরিচিত মুখ শেখ মহসীন। এরই মধ্যে তার বেশ কিছু গান শ্রোতামহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। সে ধারাবাহিকতায় বছরের শুরুতে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন এই গায়ক।
‘আড়াল’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন লুৎফর হাসান। সংগীত আয়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গানের ভিডিওতে মডেল হয়েছেন নয়ন মনি, নিলয়, তানহা ও মেহেরুল। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সম্রাট শাহ্।
গত ১১ জানুয়ারি অগ্নিবীণা নিবেদিত ‘আড়াল’ মিউজিক ভিডিওটি ইউটিউবে জি-সিরিজ মিউজিক চ্যানেলে মুক্তি পেয়েছে।
মহসীন বলেন, আমি কখনোই তড়িঘড়ি করে কিছু করতে পছন্দ করিনা। সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারের গানটি আধুনিক ফোক। আমার বিশ্বাস আড়াল গানটি শ্রোতাদের ভালো লাগবে।
এর আগে ‘ময়না’ শিরোনামের গানটির অডিও এবং ভিডিও বেশ সাড়া ফেলে গান পাগল শ্রোতা-দর্শকের মাঝে। আর তার ধারাবাহিকতায় মহসীন নিজের নতুন এই গানটি করেছেন। সম্ভাবনাময় সংগীতশিল্পী শেখ মহসীন দীর্ঘদিন ধরেই সংগীতাঙ্গনে নিজের প্রতিভার বিকিরণ ছড়িয়ে যাচ্ছেন। এরই মধ্যে তার বেশ কিছু গান শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।