×

জাতীয়

রামপুরায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ০২:২৯ পিএম

রাজধানীর রামপুরায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত সিএনজির মধ্যে সংঘর্ষে রাজীব (৩৮) নামে অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মো. নিজাম জানান, বরিশাল বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি গ্রামের আইয়ুব আলীর ছেলে রাজিব। এক ছেলে ও দুই মেয়ে সহ স্ত্রী লাকি বেগমকে নিয়ে খিলগাও সিপাহীবাগ আইসক্রিম ফ্যাক্টরি গলিতে থাকতেন। অটোরিকশা ভাড়ায় চালাতেন তিনি।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে রাস্তায় একটি পিকআপভ্যান ইউটার্ন নিচ্ছিলো।

এমন সময় রামপুরা থেকে মালিবাগ গামী অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক গুরুতর আহত হলে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন সকালে তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। রাজীবের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App