×

শিক্ষা

রাতের আঁধারে উপাচার্যের পদত্যাগ দাবিতে শাবি শিক্ষার্থীদের মশাল মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ০৯:১৪ এএম

রাতের আঁধারে উপাচার্যের পদত্যাগ দাবিতে শাবি শিক্ষার্থীদের মশাল মিছিল

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের বাসভবন থেকে শহরের মোড়ে মোড়ে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা

উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গভীর রাতে মশাল মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এই মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শিক্ষার্থীরা জানান, যে পর্যন্ত উপাচার্য পদত্যাগ করছেন না, সে পর্যন্ত আন্দোলন চলবে।

বুধবার বিকেল তিনটা থেকে উপাচার্যের বাসভবনের মূল ফটক থেকে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এ হামলার জন্য উপাচার্যকে দায়ী করে তার পদত্যাগ দাবি করছেন তারা।

এরআগে, কয়েক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে অনশনে বসেছেন ২৪ শিক্ষার্থী। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। একইসঙ্গে এ আন্দোলনে বিভিন্ন প্রতিষ্ঠানও যোগ দিয়েছে বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App