×

সাহিত্য

মাঘের সন্ধ্যায় উষ্ণতা ছড়ালো নৃত্যের অনুপম পরিবেশনায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ০৯:৩২ পিএম

মাঘের সন্ধ্যায় উষ্ণতা ছড়ালো নৃত্যের অনুপম পরিবেশনায়

শিল্পকলায় নৃত্য পরিবেশন করছে একটি দল

মাঘের সন্ধ্যায় উষ্ণতা ছড়ালো নৃত্যের অনুপম পরিবেশনায়

বাঙালির স্বাধীনতার চেতনার প্রতিভূ বঙ্গবন্ধুকে নৃত্যের তালে উপস্থাপন

মাঘের সন্ধ্যায় উষ্ণতা ছড়ালো নৃত্যের অনুপম পরিবেশনায়

শুক্রবার শিল্পকলা একাডেমিতে জাতীয় নৃত্য উৎসবে নাচেন একাধিক নাচের দল। ছবি : ভোরের কাগজ

মাঘের বিকেল গড়িয়ে যখন শব্দের মত শীতের সন্ধ্যা এলো, তখন শিল্পী ও কলাকুশলীদের মুখরতায় শিল্পকলা একাডেমি অন্যরকম আলোয় ঝলমল করছিলো। এরমধ্যে, মিলনায়তনের ভেতরে উষ্ণতা ছড়াল শিল্পীদের অনুপম পরিবেশনা। দর্শকেরা পুরো সময় রীতিমতো মন্ত্রমুগ্ধ হয়ে থাকলেন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।

শুক্রবার (২১ জানুয়ারি) ছুটির সন্ধ্যায় দেশের তরুণ প্রজন্মের নৃত্য শিল্পীদের পরিবেশনায় বাংলাদেশের নৃত্যধারার নতুন দিগন্ত প্রকাশ পেল শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীতে বসা তিন দিনের নৃত্য উৎসবের দ্বিতীয় দিনের পরিবেশনায়।

[caption id="attachment_330550" align="aligncenter" width="700"] শিল্পকলায় নৃত্য পরিবেশন করছে একটি দল[/caption]

যেখানে দেশের ২৫টি জেলার ৭৫টি নৃত্য সংগঠন নতুন পরিবেশনা নিয়ে উপস্থিত হয়েছে। বাংলাদেশে এতোগুলো মৌলিক নৃত্য নিয়ে এটিই প্রথম উৎসব। মুজিব শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমির ‘ডান্স এগেইনস্ট করোনা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এ উৎসব আয়োজন করা হয়েছে।

[caption id="attachment_330552" align="aligncenter" width="700"] বাঙালির স্বাধীনতার চেতনার প্রতিভূ বঙ্গবন্ধুকে নৃত্যের তালে উপস্থাপন[/caption]

উৎসবে গতকাল বৃহস্পতিবার যেসব দল তাদের পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়েছে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, ‘আলোর পথে’ ধীনা ডান্স একাডেমি, ‘বৈচিত্রে সৌন্দর্যে স্বাধীনতা’ ধৃতি নর্তনালয়, ‘জয়ের আলোকবর্তিকা’ নৃত্যাঙ্গন নৃত্যকলা, ‘সূবর্ণ বৃক্ষ’ নৃত্যাশ্রম, ‘আবার আসিব ফিরে’ একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস, ‘বঙ্গমাতা’ কত্থক নৃত্য সম্প্রদায়, ‘নারীর মুক্তিযুদ্ধ’ ধ্রুপদালোক ‘প্রদীপ্ত অগ্নি শিখা’ নর্ত্তন ‘আলোর পথযাত্রী’ ঘাস ফুল নদী ‘আলোকিত জয়যাত্রা’, দীক্ষা ‘স্মৃতিতে সোহাগপুর’, নৃত্যকথা ‘গণমাধ্যমে মুজিব’, কং নৃত্যালয় ‘বঙ্গবন্ধুর বিজয় উল্লাস’, নৃত্যাঙ্গন ‘জাতির পিতা আসুন আরেকটি বার’, সপ্তস্বর সংগীত বিদ্যাপাঠ ‘আলোর দিশারী’, নিশুতি ‘অবরুদ্ধ থেকে অনিরুদ্ধ’, ধ্রুপদী নৃত্যালয় ‘পরিচয় ধানমন্ডি ৩২’, নৃত্যাক্ষ ‘সোনার বাংলার সোনার ছেলে আমার বঙ্গবন্ধু’, নবরস ‘মহাকাব্যের স্বপ্নদ্রষ্টা’, স্পন্দন ‘দামাল ছেলে’, শিখর কালচারাল অর্গানাইজেশন ‘সেই অন্ধকার’, ম্যাশ মাহাবুব কোরিওগ্রাফি টিম ‘ভেতর-বাহির’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App