হেরোইন-ফেনসিডিল এবং অন্যান্য মাদকসহ ৬৫ জনকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে- ৭ হাজার ৭১১ পিস ইয়াবা, ৭৮ গ্রাম হেরোইন, ৪৮ বোতল ফেনসিডিল এবং ৩১ কেজি ৭৩০ গ্রাম ৭০ পুরিয়া গাঁজা।
ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।