×

অর্থনীতি

শিক্ষানবিশি শেষে ব্যাংকারদের সর্বনিম্ন বেতন ৩৯ হাজার টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ০৮:২৬ পিএম

শিক্ষানবিশি শেষে ব্যাংকারদের সর্বনিম্ন বেতন ৩৯ হাজার টাকা

প্রতীকী ছবি

বেসরকারি খাতের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সর্বনিম্ন বেতন বেঁধে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, ব্যাংকের বেঁধে দেয়া লক্ষ্য অর্জন ব্যর্থতা বা অদক্ষতার অজুহাতে কোনো ব্যাংকারকে চাকরিচ্যুত করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়, ট্রেইনি সহকারী কর্মকর্তা (জেনারেল ও ক্যাশ) এবং সহকারী কর্মকর্তাদের শিক্ষানবিশকালে সর্বনিম্ন বেতন ২৮ হাজার টাকা। শিক্ষানবিশকাল শেষ হলে বেতন হবে ৩৯ হাজার টাকা। ব্যাংকের অফিস সহায়কদের (নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও মেসেঞ্জার) সর্বনিম্ন বেতন ২৪ হাজার টাকা। পাশাপাশি যেসব ব্যাংক তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা নেয়, তাদের বেতনের ক্ষেত্রে অফিস সহায়কদের বেতনকে বিবেচনায় নিতে হবে। তবে এই নির্দেশনা এজেন্ট ব্যাংকিং কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

নির্দেশনাটি চলতি বছরের মার্চ থেকে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App