×

সারাদেশ

রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত ২৪ বাড়িতে লাল পতাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ১২:১৫ এএম

রেড জোন ঘোষিত পার্বত্য জেলা রাঙ্গামাটিতে করোনাভাইরাসে আক্রান্তদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দিচ্ছে জেলা প্রশাসন। রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাড়ি বাড়ি গিয়ে লাল পতাকা টাঙিয়ে দেন।

বুধবার (১৯ জানুয়ারি) সর্বমোট ২৪টি বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন মিঠু।

তিনি জানান, করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লাল পতাকা টানানো হচ্ছে। করোনা সংক্রমণ রোধে মাস্ক পরিধান নিশ্চিত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন মিঠু, অঞ্জন কুমার দাশ ও তাহমিদা আকতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। আজ ২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে এবং জনগণকে সচেতন করতে এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষায় জেলার ১২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৪২ জনের করোনা পজিটিভ এসেছে। জেলায় করোনা শনাক্তের হার ৩৩.৩৩ শতাংশ। বর্তমানে রাঙ্গামাটি করোনা আইসোলেশন সেন্টারে দুই জন রোগী ভর্তি আছেন। রাঙ্গামাটি জেলায় করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৩ লাখ ৯৬ হাজার ১৭৪ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৯৯ হাজার ৮২০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App