×

জাতীয়

পুলিশের দিকে টাকা ছুঁড়ে মারা চীনা নাগরিক ‘সরি’ বলেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ০৯:৫৬ পিএম

পুলিশের দিকে টাকা ছুঁড়ে মারা চীনা নাগরিক ‘সরি’ বলেছেন

মঙ্গলবার পুলিশের দিকে টাকা ছুঁড়ে বচসা করেন চীনা নাগরিক। ছবি : সংগৃহীত

রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ট্রাফিক সদস্যদের উদ্দেশ্যে চীনা নাগরিকের টাকা ছুঁড়ে মারার জন্য ট্রাফিক তেজগাঁও বিভাগের কাছে ফোনে দুঃখ প্রকাশ করেছেন ওই চীনা নাগরিক। তিনি বলেছেন, ‘সরি’।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সাহেদ আল মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার বিস্তারিত জানতে ওই চীনা নাগরিককে আমরা ডেকে পাঠিয়েছিলাম। তিনি ফোনে আমাদের বলেছেন, কাগজপত্র চাওয়ার কারণে তিনি রেগে যান। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া ঘটনাটির যে ভিডিও ধারণ করা হচ্ছিল এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। তাই তিনি ফোনে ‘সরি’ বলেছেন।

গত মঙ্গলবার রাওয়া ক্লাবের সামনে এক চীনা নাগরিক ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে টাকা নিক্ষেপ করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ওই চীনা নাগরিক কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যদের উদ্দেশে বলেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিভ ইউ দিস’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই চীনা নাগরিকের টাকা ছুঁড়ে মারার ভিডিও

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App