×

স্বাস্থ্য

দেশে প্রথমবার জনসনের টিকা এলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ০৫:৫০ পিএম

দেশে প্রথমবার জনসনের টিকা এলো

জনসন টিকা

দেশে প্রথমবারের মতো এসেছে জনসন অ্যান্ড জনসন কোম্পানির করোনা প্রতিরোধী টিকা। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে তিন লাখ ৩৬ হাজার ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জনসনের টিকা প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে। এ টিকা অন্যান্য টিকার মতোই সংরক্ষণ করা যাবে।

জনসনের টিকা আসার মধ্য দিয়ে বাংলাদেশ এখনও ছয়টি কোম্পানির করোনার টিকা পেয়েছে।

এরআগে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না, সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা দেশে এসেছে। এসব টিকা দিয়েই সরকার দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

জনসন টিকা অন্য টিকার মতো দুই ডোজ দিতে হবে না, এক ডোজের জন্য তৈরি করা হয়েছে এ টিকা। তবে পরবর্তীতে বুস্টার ডোজ দেয়ার প্রয়োজন হতে পারে।

গত বছরের জুন মাসেই যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসনের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App