×

শিক্ষা

শাবিতে আন্দোলন: ২ ফেব্রুয়ারি সিন্ডিকেট নির্বাচন স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ১১:৪৮ এএম

শাবিতে আন্দোলন: ২ ফেব্রুয়ারি সিন্ডিকেট নির্বাচন স্থগিত

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সিন্ডিকেট নির্বাচন স্থগিত করা হয়েছে।

ক্যাম্পাসে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন পরিস্থিতির মধ্যে আজ বুধবার (১৯ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেয়া হলো।

এরআগে, রাতে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের আশ্বাসের পর মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে জমায়েত হয়। দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। সর্বশেষ তারা আমরণ অনশনের ঘোষণা দিয়েছে।

এরআগে, বৃহস্পতিবার রাতে প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। পরে রাত সাড়ে ১১টায় ছাত্রীরা উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের সামনে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকেন। দীর্ঘদিন ধরে হল কর্তৃপক্ষের কাছে ডাবলিং নিষিদ্ধ, গণরুম না রাখা, অভিভাবকদের প্রবেশের অনুমতি দেয়া, খাবারের মান উন্নত করাসহ বেশ কিছু দাবি উত্থাপন করে আসছিলেন শিক্ষার্থীরা। পরবর্তীতে সেই রোষ বিক্ষোভে পরিণত হয় এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসে শুরু করে বিক্ষোভ। তাদের বিক্ষোভের ‍মুখে ইতোমধ্যেই প্রাধ্যক্ষ পদত্যাগ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App