×

শিক্ষা

ভিসির অপসারণ দাবিতে আমরণ অনশনে শাবির ২৪ শিক্ষার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০৩:২৩ পিএম

ভিসির অপসারণ দাবিতে আমরণ অনশনে শাবির ২৪ শিক্ষার্থী

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে বুধবার বিকেল তিনটায় অনশনে বসেছেন শিক্ষার্থীরা। ছবি : ভোরের কাগজ

উপাচার্যের পদত্যাগের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন।

বুধবার (১৯ জানুয়ারি) বিকাল তিনটা থেকে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা।

জানা যায়, আব্দুল্লাহ আর রাফি, জাহিদুল ইসলাম অপূর্ব, আসাদুল্লাহ আল গালিব, শাহরিয়ার আবেদিন, আসিফ ইকবাল, জান্নাতুল নাঈম নিশাতসহ ২৪ শিক্ষার্থী এ আমরণ অনশন শুরু করেছে।

অনশনরত শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, যে ভিসি শিক্ষার্থীদের উপর গুলি মারে, বোমা মারে সেই ভিসি আমরা চাই না। বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা বিরল। তাকে আমরা অবাঞ্ছিত করেছি। সুতরাং এ উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের অনশন ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App