×

জাতীয়

নির্দলীয় সরকার না হলে নির্বাচন প্রতিহত করার হুংকার আব্বাসের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ১২:৫১ পিএম

নির্দলীয় সরকার না হলে নির্বাচন প্রতিহত করার হুংকার আব্বাসের

জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছবি : ভোরের কাগজ

নির্দলীয় সরকার না হলে নির্বাচন প্রতিহত করার হুংকার আব্বাসের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস

আগামী নির্বাচনে নির্দলীয় সরকার না হলে সেই নির্বাচন প্রতিহতের হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ বুধবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকীতে সমাধিতে ফুল দেয়ার পর সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

ইসি গঠ‌নে সরকা‌রের খসড়া আইন অনু‌মোদ‌নের সমা‌লোচনা ক‌রে মির্জা আব্বাস ব‌লেন, ইসি গঠ‌নে অনু‌মোদন দেয়া খসড়া আইন হ‌চ্ছে বাকশালকে পাকা‌পোক্ত করা।‌ নির্দলীয় সরকার না এলে বিএন‌পি নির্বাচ‌নে যা‌বে না। শুধু নির্বাচ‌নে যা‌বেই না সেটা নয়, আমরা নির্বাচন প্র‌তিহত কর‌বো।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গ‌য়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, সিনিয়র-যুগ্ম মহাসচিব রুহুল ক‌বির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল ক‌বির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সম্পাদক শহীদ উ‌দ্দিন চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য না‌জিম উ‌দ্দিন আলম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান‌ খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হো‌সেন শ্যামলসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App