×

সাহিত্য

তিন দিনব্যাপী নৃত্য উৎসব শুরু বৃহস্পতিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০৭:৪০ পিএম

তিন দিনব্যাপী নৃত্য উৎসব শুরু বৃহস্পতিবার

বুধবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দীন হাবলু। ছবি: ভোরের কাগজ

 শুরু হচ্ছে তিন দিনব্যাপী নৃত্য উৎসব। উৎসবকে ঘিরে হাজারেরও বেশি নৃত্যশিল্পী তিন দিনের এ উৎসবে যোগ দিচ্ছেন। শিল্পকলা একাডেমির আয়োজনে ২৫ জেলার ৭৫ নৃত্য সংগঠন তাদের মৌলিক নৃত্য পরিবেশনা নিয়ে যোগ দিচ্ছে এ উৎসবে। করোনাকালের স্বাস্থ্যবিধি মেনে এ উৎসবের আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকরা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমির ‘ডান্স এগেইনস্ট করোনা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এ উৎসব আয়োজন করা হয়েছে। উৎসবের ৫০টি দলকে ১ লাখ টাকা করে আর ২৫টি দলকে ৮০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে নতুন পরিবেশনার প্রস্তুতির জন্য।

এ উপলক্ষে বুধবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব মো. আসাদুজ্জামান, নৃত্য শিল্পী সামিনা হোসেন প্রেমা, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দীন হাবলু প্রমুখ।

লিয়াকত আলী লাকী বলেন, নৃত্য শিল্পের বিকাশে সবসবময় বাধা এসেছে। কিন্তু শিল্পী সমাজ সে বাধাকে মোকাবিলা করে এ শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি জানান, এর আগে নৃত্য উৎসবে এক হাজারের বেশি শিল্পীর সমাবেশ কখনোই হয়নি। সে বিচারে এটাই দেশের সবচেয়ে বড় নৃত্য উৎসব হতে যাচ্ছে। এ উৎসবে স্বনামধন্য নৃত্য পরিচালকসহ তরুণ প্রতিভাবান নৃত্য পরিচালকদের কাজ করার সুযোগ দেওয়া হয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, এ উৎসব থেকে দেশের সামগ্রিক নৃত্য ধারার একটি ধারণা পাওয়া যাবে। দেশের নানা প্রান্তে শিল্পীরা কেমন কাজ করছেন তা জানার সুযোগ যেমন সৃষ্টি হবে। তেমনি বিভিন্ন অঞ্চলের শিল্পীরা দেশের অন্যান্য অংশে কেমন কাজ তা দেখারও সুযোগ পাবেন।

নৃত্য শিল্পী সামিনা হোসেন প্রেমা বলেন, অনেক দিন ধরেই এ উৎসবের প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনাকালের নিষেধাজ্ঞার জন্য আয়োজনটা বারবার পেছানো হয়েছে। উৎসবে সব জেলা থেকে দল না এনে যারা নতুন পরিবেশনা নিয়ে আসতে পারবেন এমন দলগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানান প্রেমা। উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি থাকবেন নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলার সচিব মো. আছাদুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করবেন সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দীন হাবলু। উদ্বোধনী পর্বে সামিনা হোসেন প্রেমার পরিচালনায় নৃত্য পরিবেশন করবে ভাবনার শিল্পীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App