×

খেলা

ডাসেন-বাভুমার সেঞ্চুরিতে ভারতকে হারাল দ. আফ্রিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ১১:০১ পিএম

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজের শুরুটাও দারুণ হলো দক্ষিণ আফ্রিকার। চাপের মধ্যে দলকে টানলেন টেম্বা বাভুমা ও রাসি ফন ডার ডাসেন। দুই জনই সেঞ্চুরি করে এনে দিলেন তিনশর কাছাকাছি পুঁজি। সম্মিলিত চেষ্টায় বাকিটা সারলেন বোলাররা। সহজ জয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার দক্ষিণ আফ্রিকার জয় ৩১ রানে। পার্লে ২৯৭ রানের লক্ষ্য তাড়ায় ভারত থমকে যায় ২৬৫ রানে। পাঁচ নম্বরে নেমে ৯৬ বলে অপরাজিত ১২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফন ডার ডাসেন। অধিনায়ক বাভুমা ১৪৩ বলে করেন ১১০ রান। রান তাড়ায় ভারতের হয়ে ফিফটি করেন শিখর ধাওয়ান, বিরাট কোহলি ও শার্দুল ঠাকুর। তবু লক্ষ্যের ধারেকাছে যেতে পারেনি স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৯৬/৪ (ডি কক ২৭, মালান ৬, বাভুমা ১১০, মারক্রাম ৪, ফন ডার ডাসেন ১২৯, মিলার ২; বুমরাহ ১০-০-৪৮-২, ভুবনেশ্বর ১০-০-৬৪-০, শার্দুল ১০-১-৭২-০, অশ্বিন ১০-০-৫৩-১, চেহেল ১০-০-৫৩-০)

ভারত: ৫০ ওভারে ২৬৫/৮ (রাহুল ১২, ধাওয়ান ৭৯, কোহলি ৫১, পান্ত ১৬, শ্রেয়াস ১৭, ভেঙ্কাটেশ ২, অশ্বিন ৭, শার্দুল ৫০, ভুবনেশ্বর ১৪; মারক্রাম ৬-০-৩০-১, ইয়ানসেন ৯-০-৪৯-০, মহারাজ ১০-০-৪২-১, এনগিডি ১০-০-৬৪-২, শামসি ১০-১-৫২-২, ফেলুকওয়ায়ো ৫-০-২৬-২)

ফল: দক্ষিণ আফ্রিকা ৩১ রানে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজের প্রথমটি শেষে দক্ষিণ আফ্রিকা ১-০ তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: রাসি ফন ডার ডাসেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App