×

জাতীয়

আবারও হৃদরোগের পরিচালক মীর জামাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০৫:২৫ পিএম

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক পদে আবারও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। বুধবার (১৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী, অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনকে তার অবসর-উত্তর ছুটি ও তদ্সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে চলতি বছরের ২০ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুবছর মেয়াদে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক কাম অধ্যাপক (কার্ডিওলজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন হাসপাতালটির সাবেক পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমানের স্থলাভিষিক্ত হন। তিনি হৃদরোগ চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের সর্বাধিক ভোটে নির্বাচিত (বিএসসিআই) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App