×

জাতীয়

১৩ বিচারপতি করোনায় আক্রান্ত, উচ্চ আদালতের বিচারকাজ ভার্চুয়ালি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১১:৫৮ এএম

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ১৩ জন বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ায় আবারও ভার্চুয়ালি বিচারকাজ সম্পন্ন হবে।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, চারিদিকে যেভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি বিচারকাজ সম্পন্ন করা ছাড়া উপায় নেই। এছাড়া, হাইকোর্টের ১৩ বিচারপতি এখন করোনায় আক্রান্ত। সুপ্রিম কোর্টের স্টাফদের অনেকেও আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে বিচার কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। সেইসঙ্গে নিম্ন আদালতের অনেক বিচারকেরও করোনায় আক্রান্তের খবর এসেছে। এমন অবস্থায় আদালতে বিচারকাজ চালু রাখা কঠিন হয়ে পড়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ জানান, অ্যাটর্নি জেনারেল ও অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলও করোনায় আক্রান্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App