×

শিক্ষা

মামলা প্রত্যাহারে আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ০৬:১৯ পিএম

পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত দুই/তিনশত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানকালে এ আল্টিমেটাম দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে বলেন, অজ্ঞাত ২০০/৩০০ শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। এ মামলা দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করার উদ্দেশ্যেই করা হয়েছে। আমরা চাই রাত ১০টার মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনেই অবস্থান করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App