×

জাতীয়

তৃণমূলে নেয়া প্রকল্পে আরও মনোযোগী হোন: ডিসিদের প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১১:১৩ এএম

জেলা প্রশাসকদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পল্লী উন্নয়নকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ তৈরির জন্য তৃণমূলের মানুষের উন্নয়ন করতে হবে। তাই তৃণমূলে আমরা যেসব প্রকল্প নিয়েছি সেদিকে আরও মনোযোগী হতে হবে।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) তিনদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না। একটি মানুষও গৃহহীন থাকবে না।

চলমান করোনা সংক্রমণ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট এসেছে। তাই যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

শেখ হাসিনা বলেন, আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের একটি মানুষও দরিদ্র থাকবে না। দেশকে দারিদ্র্যমুক্ত করতে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। আমরা ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু বৈশ্বিক করোনা মহামারির কারণে উন্নয়নে কিছুটা বিঘ্ন ঘটেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র দূরীকরণ ও জীবনমান উন্নয়নে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো আপনাদের বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিতে পারায় আমাদের দায়িত্ব বেড়েছে। এখন আমাদের লক্ষ্য উন্নত সমৃদ্ধ হওয়া।

প্রধানমন্ত্রী আরও বলেন, জেলা প্রশাসকদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। সেইসঙ্গে গ্রামের সার্বিক উন্নয়নে গুরুত্ব দিতে হবে। আমরা জেলাভিত্তিক বাজেট প্রণয়ন করেছি। যাতে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নত হয়।

প্রধানমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে যাতে কোনোভাবে দুর্নীতি না হয়। তা রোধ করতে জেলা প্রশাসকদের আরও বেশি ভূমিকা রাখতে হবে। সেইসঙ্গে ওমিক্রন প্রতিরোধে আরও বেশি তৎপর হতে হবে। সবাই যাতে যথাযথভাবে স্বাস্থ্যবিধিটা মানে, সেটাও নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে বিধিনিষেধগুলো মেনে চলতে বাধ্য করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App