×

সাহিত্য

জন্মদিনে মমতাজউদদীন আহমদ স্মরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ০৯:২২ পিএম

জন্মদিনে মমতাজউদদীন আহমদ স্মরণ

মমতাজউদদীন আহমদ

তথ্যচিত্র প্রদর্শন, স্মৃতিচারণ, আলোচনা, আবৃত্তি ও গানে গানে প্রয়াত নাট্যজন অধ্যাপক মমতাজউদদীন আহমদের জন্মজয়ন্তী উদযাপন করেছে নাটকের দল থিয়েটার।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

অনুষ্ঠানের শুরুতেই মমতাজউদদীন আহমদের বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়।

এরপর মমতাজউদদীন আহমদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন প্রমুখ।

আলোচনার বিরতিতে প্রয়াত এই নাট্যজনের প্রিয় কবিতাগুলি আবৃত্তি করেন ড. শাহাদাৎ হোসেন নিপু ও মীর বরকত। এতে সঙ্গীত পরিবেশন করেন ছায়া কর্মকার।

বক্তারা বলেন, শিক্ষকতার মত মহান পেশায় নিয়োজিত থেকেও নাটকের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। নিজের পরিবারের মতই ভালোবাসতেন নাটককে। জীবনের নানা চড়াই উৎরাই পেরিয়ে নাটককেই জীবনের একমাত্র সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App