সার্বিয়া ফিরছেন নোভাক জোকোভিচ

আগের সংবাদ

বরগুনায় ধরা পড়লো ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ

পরের সংবাদ

করোনাভাইরাসে আক্রান্ত দুই বিভাগীয় কমিশনার, ৫ ডিসি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:১৭ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:১৭ পূর্বাহ্ণ

দুই বিভাগীয় কমিশনার এবং পাঁচ জেলা প্রশাসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের প্রস্তুতি জানাতে সংবাদ সম্মেলনে এসে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সচিব বলেন, “জেলা প্রশাসকদের ইতোমধ্যে বলে দেওয়া হয়েছে যে, ডিসি, তার চালক, গানম্যান ও তার সঙ্গে যারা আসবেন; সবার আরটি-পিসিআর টেস্ট করে আসতে হবে। ইতোমধ্যে দুইজন বিভাগীয় কমিশনার ও পাঁচজন জেলা প্রশাসকের কোভিড পজিটিভ এসেছে।”

খন্দকার আনোয়ারুল জানান, কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষীপুর ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়া রাজশাহী ও বরিশাল বিভাগের দুই কমিশনারও কোভিডে ভুগছেন।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ২৪ জন কর্মকর্তা-কর্মচারীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, কোভিড ম্যানেজমেন্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা, তথ্য ও প্রযুক্তির ব্যবহার, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণের মত বিষয় এবার আলোচনায় আসবে বলে জানান সচিব।

ডি-ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়