রাজধানী পাল্টাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। দেশটির সবচেয়ে বড় শহর জাকার্তার স্থলে নতুন রাজধানী হিসেবে বর্নিও দ্বীপের একটি এলাকাকে রাজধানীর স্বীকৃতি দিয়েছে তারা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।
নতুন রাজধানী হিসেবে দেশটির বর্নিও দ্বীপের কালিমানতান এলাকাকে বেছে নিয়েছে ইন্দোনেশিয়ার প্রশাসন। দেশটির পার্লামেন্টের স্পিকার পুয়ান মহারানি বলেছেন, ইতোমধ্যে আইনসভায় রাজধানী জাকার্তা থেকে বর্নিও দ্বীপের কালিমানতানে স্থানান্তরের বিষয়ে একটি বিলের অনুমোদন দেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।