×

শিক্ষা

শাবির ভবনে ভবনে তালা, ভিসিকে অবাঞ্চিত ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৫:১২ পিএম

শাবির ভবনে ভবনে তালা, ভিসিকে অবাঞ্চিত ঘোষণা

সোমবার দুপুর আড়াইটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেয়। ছবি: ভোরের কাগজ

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ভবন, প্রশাসনিক ভবন ও শিক্ষাভবনে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিছিল নিয়ে এসে সোমবার বেলা আড়াইটার দিকে ভিসির কার্যালয়সহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় উপাচার্যের পদত্যাগ দাবিতে তাদের স্লোগান দিতে দেখা যায়।

এ সময় 'যে ভিসি বোমা মারে সেই ভিসি চাই না' যে ভিসি গুলি ছোড়ে সেই ভিসি চাই না, ইত্যাদি স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। একই সাথে একদফা এক দাবি ভিসির পদত্যাগ চাই স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

এর আগে শিক্ষার্থীরা শাবি উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, 'ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে, তাহলে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসনিক কার্যক্রমও চলতে পারে না। শিক্ষার্থীদের বের করে দিয়ে কোনো কার্যক্রম চলতে পারে না। তাই ভিসি ভবনসহ সব ভবনেই আমরা তালা ঝুলিয়ে দিয়েছি। কেবল ভর্তি কার্যক্রম চলমান থাকায় শিক্ষাভবন-এ তে তালা দেয়া হয়নি।’

এর আগে আবাসিক হলগুলোর সামে বিক্ষোভ মিছিল করে এবং হলের গেইটে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App