×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ২৭০০ ফ্লাইট বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৯:৫৩ এএম

যুক্তরাষ্ট্র ও কানাডায় ২৭০০ ফ্লাইট বাতিল

প্রতীকী ছবি

খারাপ আবহাওয়া ও শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্র ও কানাডায় ২ হাজার ৭ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রবিবার তীব্র বাতাস ও বরফের সমন্বয়ে শীতকালীন ঝড়ের আঘাতের আশঙ্কায় এসব ফ্লাইট বাতিল করা হয়।

আজ সোমবার (১৭ জানুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার ডটকমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্র ও কানাডায় ২ হাজার ৭ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ, বহির্গমন এবং আভ্যন্তরীণ ফ্লাইটও রয়েছে। এছাড়া দেড় হাজারের বেশি ফ্লাইট নির্ধারিত শিডিউলের চেয়ে বিলম্বে যাত্রা শুরু করেছে।

এদিকে, বিগত সময়ের তুলনায় নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে তুষারপাতের রেকর্ড সৃষ্টি হয়েছে। এতে দুজনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি কানাডায়ও হয়েছে ব্যাপক তুষারঝড়। আবহাওয়াবিদরা জানান, দেশটিতে এখন ২০ থেকে ৪০ সেন্টিমিটার তাপমাত্রা ওঠানামা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App