×

জাতীয়

টি এইচ খানের মৃত্যুতে আজ সুপ্রিমকোর্টের বিচার কাজ বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ১০:০৫ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, খ্যাতিমান আইনজীবী ও সাবেক বিচারপতি টি এইচ খানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচার কাজ বন্ধ থাকবে।

আজ সোমবার (১৭ জানুয়ারি) সকালে ৬ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগ বেঞ্চে বসলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল টি এইচ খানের মৃত্যুতে শ্রদ্ধা জানানোর বিষয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় প্রধান বিচারপতি বলেন, ইতোমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সিনিয়র আইনজীবী টি এইচ খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ পরিচালিত হবে না।

বার্ধক্যজনিত নানা জটিলতা ও নিউমোনিয়া নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন টি এইচ খান রবিবার বিকেলে মারা যান।

প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App