রাজধানীতে করোনা আক্রান্তদের ৬৯ শতাংশই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমরা ঢাকায় যে নমুনা পরীক্ষা করেছি, তাতে দেখা গেছে ওমিক্রন আক্রান্তের হার এখন ৬৯ শতাংশে উন্নীত হয়েছে। যেটা আগে ১৩ শতাংশ ছিল। আমরা গত ১০ দিনের মধ্যেই এই তথ্য পেয়েছি। আমরা মনে করি ঢাকার বাইরেও একই হার হবে।
গত বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে জাহিদ মালেক বলেছিলেন, করোনা আক্রান্তদের ১৫ থেকে ২০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। ওইদিনই ঢাকার বাইরে প্রথম ওমিক্রন আক্রান্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই দিন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন দেশে ওমিক্রনের সামাজিক সংক্রমণ (কমিউনিটি ট্রান্সমিশন) শুরু হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।