×

স্বাস্থ্য

দেশে আরও ২২ ওমিক্রন রোগী, শনাক্ত বেড়ে ৫৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ১০:৫৭ পিএম

দেশে নতুন করে আরও ২২ ব্যক্তি করোনার অমিক্রন ধরনে সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। তারা প্রত্যেকেই ঢাকার বিভিন্ন স্থানের বাসিন্দা। এ নিয়ে দেশে ৫৫ জন অমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (১৬ জানুয়ারি) করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য পাওয়া গেছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ওই ২২ জনের নমুনা সংগ্রহ করে জিনবিন্যাস করে এ–সংক্রান্ত তথ্য জিআইএসএআইডির কাছে পাঠিয়েছে। জিআইএসএআইডির তথ্য বলছে, নতুন করে আক্রান্ত ২২ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ৯ জন নারী। তাঁদের নিয়ে ৫৫ জনের মধ্যে ৩০ জনই নারী। বাকি ২৫ জন পুরুষ। তবে নতুন সংক্রমিত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জিআইএসএআইডির হিসাবে, দেশে অমিক্রনে সংক্রমিত ৫৫ জনের মধ্যে রাজধানীর মহাখালীর বাসিন্দা ১৮ জন, বাসাবোর বাসিন্দা ৬, উত্তরার ৪, চানখারপুলে ৪, যশোরের ৩ জন এবং বাকি ২০ জন ঢাকার বাসিন্দা, যাঁদের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট করে জানা যায়নি।

গত ৯ ডিসেম্বর দেশে প্রথম করোনার অমিক্রন ধরনের সংক্রমণ শনাক্তের খবর জানা যায়। এ ধরনে আক্রান্ত ব্যক্তিরা ছিলেন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তাঁরা ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App