×

জাতীয়

জয়ের উল্লাসে মেতেছেন আইভীর সমর্থকেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪৯ পিএম

জয়ের উল্লাসে মেতেছেন আইভীর সমর্থকেরা

ছবি: সংগৃহীত

জয়ের উল্লাসে মেতেছেন আইভীর সমর্থকেরা

রবিবার রাতে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় তাঁর বাসভবনে নেতাকর্মী পরিবেষ্টিত বিজয়ের ভি চিন্হ দেখাচ্ছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: ফোকাস বাংলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ১৯২টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলোর অনানুষ্ঠিক ফলাফল পাওয়া গেছে। এতে নৌকা প্রতীকের প্রাথী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বি হাতি প্রতীকের প্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে জয় আইভীর। সেলিনা হায়াৎ আইভীর হ্যাটট্রিক জয়ে উল্লাসে মেতেছেন আইভীর সমর্থকেরা।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় এ সিটির ১৯২ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। এবারই প্রথম পুরো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ইভিএমে ভোট হল। ভোটারদের রায়ে সেলিনা হায়াৎ আইভী টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত হলেন।

এদিকে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাসভবনে বড় প্রজেক্টরে বিভিন্ন কেন্দ্র থেকে আসা ভোটের ফল দেখানো হয়। সেখান থেকে জয়ের আভাস পেয়ে উল্লাসে মেতে ওঠেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থীরা সমর্থকেরা।

[caption id="attachment_329552" align="aligncenter" width="700"] সেলিনা হায়াৎ আইভীর হ্যাটট্রিক জয়ে উল্লাসে মেতেছেন আইভীর সমর্থকেরা[/caption]

রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে আইভীও বিজয় সূচক চিহ্ন দেখান। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জের মেয়রের পদে বসছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

ভোটের ফল নিয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে ভোট নিয়ে বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ দিনে করেননি তিনি।

এই নির্বাচনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, গত পাঁচ বছরের মধ্যে কুমিল্লার পরই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সর্বোত্তম হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App