×

জাতীয়

একুশে বইমেলা পেছাল, শুরু ১৫ ফেব্রুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ১১:৪৭ এএম

একুশে বইমেলা পেছাল, শুরু ১৫ ফেব্রুয়ারি

একুশে বইমেলা

করোনা পরিস্থিতিতে গত বছরও অমর একুশে বইমেলা পিছিয়ে যায়। এবারের অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। চলমান ওমিক্রন পরিস্থিতির কারণে দুই সপ্তাহ পিছিয়েছে বলে জানা গেছে। রবিবার (১৬ জানুয়ারি) সকালে এ কথা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ভোরের কাগজকে বলেন, এখনও আমরা অফিসিয়াল চিঠি হাতে পাইনি। তবে দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। অফিসিয়াল চিঠি হাতে পাওয়ার পর এ বিষয়ে সবাইকে আমাদের বক্তব্য জানাব।

তিনি আরও বলেন, আমাদের মেলা আয়োজনের প্রস্তুতি চলমান রাখতে বলা হয়েছে। আমরা সেভাবে প্রস্তুতি এগিয়ে নিচ্ছি।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরও একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। ওই সময় আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রথমে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার পরিকল্পনা জানানো হয়। পরে বিধিনিষেধের মাঝে ১৮ মার্চ শুরু হয় মেলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App