×

আন্তর্জাতিক

ইংল্যান্ডে ১৬-১৭ বছর বয়সীরা পাচ্ছেন বুস্টার ডোজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ১২:০১ পিএম

ইংল্যান্ডে ১৬-১৭ বছর বয়সীরা পাচ্ছেন বুস্টার ডোজ

প্রতীকী ছবি

ইংল্যান্ডে ১৬-১৭ বছর বয়সীদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। সোমবার থেকে তাদের বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

রবিবার (১৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে এ খবর জানা যায়।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এক বিবৃতিতে জানান, ইংল্যান্ডের প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে ইতোমধ্যেই চারজনের বেশি করোনা টিকার বুস্টার ডোজ পেয়েছেন। এর ফলে করোনায় আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হওয়া থেকে তারা সুরক্ষিত থাকছেন।

গত বছরের আগস্ট থেকে যুক্তরাজ্যে শুরু হয় করোনা টিকা কার্যক্রম। সর্বশেষ খবর অনুযায়ী ৮ লাখ ৮৯ হাজার ৭০০ জন কিশোর বয়সী টিকার প্রথম ডোজ ও ৬ লাখের বেশি দ্বিতীয় ডোজ নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App