×

তথ্যপ্রযুক্তি

২০ লাখ বছর আগের বনরুইয়ের সন্ধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৮:২৭ এএম

২০ লাখ বছর আগের বনরুইয়ের সন্ধান

বনরুই

আজ থেকে ২০ লাখ বছর আগে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে স্বতন্ত্র শ্রেণির প্যাংগোলিন বা বনরুই বিচরণ করতো। এই প্যাংগোলিনের তিনটি শ্রেণি রয়েছে। এর অন্যতম স্মুসিয়া, যা এখন কেবল আফ্রিকাতেই পাওয়া যায়। প্লাইস্টোসিন যুগের বনরুইয়ের ফসিল টেস্টে এ তথ্য জানা গেছে। ইউরোপের রোমানিয়ার গ্রাউনসিয়ান এলাকায় প্রাগৈতিহাসিক এ জীবাশ্ম বা ফসিল পাওয়া যায়।

বিজ্ঞানীরা বলছেন, স্মুসিয়া আফ্রিকান প্যাংগোলিনের সবচেয়ে প্রাচীন প্রজাতি। ৫০ লাখ বছর আগেও এই এলাকায় প্রজাতিটি বিচরণ করতো। এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাসের গবেষক ড. ক্লেইরি টারহান। বর্তমানে দেশে দেশে অন্তত আট ধরনের বনরুই আছে। শিকারের কারণে যার সবগুলোই বিলুপ্তির পথে। খবর সায়েন্স নিউজের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App