×

জাতীয়

ষষ্ঠ ধাপে ১৪৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ১১:৫৬ পিএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে চেয়ারম্যান পদে ১২ জনসহ তিন পদে মোট ১৪৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৯টি ইউপিতে ভোট রয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে ছয় ধাপে চেয়ারম্যান পদে ৩৬২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার হলেন।

ইসির জনসংযোগ শাখার মাঠ পর্যায়ের একীভূত তথ্য অনুযায়ী- ষষ্ঠ ধাপে তিন পদে ১৪৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ১২ জন, সাধারণ সদস্য ১০০ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৩২ জন।

আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৯টি ইউপিতে ভোট রয়েছে। বৃহস্পতিবার এ ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এ ধাপের সব ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এসব ইউপিতে এখন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী রয়েছেন ১,১৫৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২, ৪৫৩ জন এবং সাধারণ সদস্য পদে ৭,৪৯৮ জন।

২০১৬ সালে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউপি ভোট হয়। সেবার ছয় ধাপের ইউপি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১২ জন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে সেটাই ছিল সর্বোচ্চ।

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। এরমধ্যে দুই হাজার ২০০ এর বেশি পরিষদের ভোট হয়েছে। বাকি ইউপির ভোটের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ১৩৮ ইউপির ভোট রয়েছে। বর্তমান ইসির মেয়াদ শেষের আগে স্থানীয় সরকারের শেষ নির্বাচনে আরও ৮ ইউপির ভোট হবে ১০ ফেব্রুয়ারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App