×

আন্তর্জাতিক

ভারতে করোনা সংক্রমণ আড়াই লাখের নিচে নামছে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ১১:৫১ এএম

ভারতে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ আড়াই লাখ ছাড়িয়ে যাচ্ছে। দেশটিতে অপ্রতিরোধ্যভাবে নতুন ধরন ওমিক্রনসহ করোনা সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে।

শনিবার (১৫ জানুয়ারি) ভারতে ২ লাখ ৬৮ হাজার সংক্রমণ ধরা পড়েছে। এ দিন করোনা সংক্রমণে ৪০২ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ কোটি ৬৭ লাখ ছাড়িয়ে গেল। খবর এনডিটিভি ও সংবাদ প্রতিদিনের।

এর মধ্যে ওমিক্রন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৪১ জন।

এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৭৫২ জন।

ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রলায়ের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশটিতে করোনায় চিকিৎসাধীন রোগী ১৪ লাখ ১৭ হাজার ৮২০ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ভারতে ৩ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৩৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ২২ হাজার ৬৮৪ জন।

এখনও পর্যন্ত দেশটিতে ১৫৬ কোটির বেশি ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। যার মধ্যে গতকালই ৫৮ লাখ টিকার ডোজ পেয়েছেন ভারতবাসী। টিকাদানের পাশাপাশি করোনার পরীক্ষার ওপরও জোর দেয়া হচ্ছে। গতকাল যেমন ১৬ লাখেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App