×

আন্তর্জাতিক

ডেঙ্গুর ভয়ে মশারি টাঙিয়ে প্রচারে প্রার্থী!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৯:১৩ এএম

ডেঙ্গুর ভয়ে মশারি টাঙিয়ে প্রচারে প্রার্থী!

মশারি গায়ে নির্বাচনী প্রচার করছেন বিজেপি প্রার্থী গোপাল চৌবে

ভারতের পশ্চিমবঙ্গের চন্দননগর শহরে ডেঙ্গুর ভয়ে বিজেপির এক প্রার্থী মশারি টাঙিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন। বলছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়া সত্ত্বেও তৃণমূল পরিচালিত পৌর কর্তৃপক্ষের ভ্রুক্ষেপ নেই।

মশারি টাঙিয়ে প্রচারে নামা বিজেপি প্রার্থীর নাম গোপাল চৌবে। চন্দননগর পুরসভার এক নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিজেপি প্রার্থী গোপাল চৌবেকে মশারির ভেতর থেকে জনসাধারণের কাছে নির্বাচনী প্রচার করতে দেখা গেছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষসহ স্থানীয় বিজেপি কর্মীরা।

গোপালের অভিনব কায়দায় নির্বাচনী প্রচারের বিষয়ে বিমান ঘোষ বলেন, করোনা মহামারির সময় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। কিন্তু এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ উদাসীন। এলাকায় নর্দমার অবস্থা খুবই খারাপ। সেগুলো নিয়মিত পরিষ্কারও করা হয় না। এ সমস্যা দূর করতে এলাকার মানুষের কাছে আবেদন করছি বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য।

যদিও বিমানের অভিযোগ উড়িয়ে দিয়েছেন চন্দননগর পুরসভার বিদায়ী মেয়র রাম চক্রবর্তী। তিনি বলেন, কোনও ইস্যু নেই। তাই এমন করছে। সারা বছর তাদের দেখা যায় না, এখন নির্বাচনের আগে চমক দিতে চাচ্ছেন।

প্রচারে অভিনবত্ব দেখা গেছে চন্দননগরের অন্য ওয়ার্ডগুলোতে। ১৩ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শুভজিৎ সাউ প্রচার সেরেছেন এলাকায় স্যানিটাইজার স্প্রে করে। একই সঙ্গে ৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী গোপাল শুক্ল ভোট প্রচারে গিয়ে বাড়ি বাড়ি স্যানিটাইজার স্প্রে করেছেন। রেড ভলান্টিয়াররা যেভাবে করোনাকালে কাজ করেছেন তাও নিজের প্রচারে তুলে ধরেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App