×

জাতীয়

অর্থবছরের প্রথমার্ধে পোশাক রপ্তানি ২৮ শতাংশ বৃদ্ধি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ১২:২৯ পিএম

রপ্তানী উন্নয়ন কর্তৃপক্ষ (ইপিবি) কর্তৃক প্রকাশিত ২০২১-২২ অর্থবছরের ১ম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) দেশভিত্তিক পোশাক রপ্তানির ডাটা অনুযায়ী বিশ্বের প্রধান বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানির ঘুরে দাঁড়ানোর চিত্র ফুটে উঠেছে।

বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, বাংলাদেশের অন্যতম প্রধান বাজার যুক্তরাষ্ট্রে এই সময়ে ২০২০-২১ অর্থবছরের তুলনায় পোশাক রপ্তানি প্রায় ৪৬% বৃদ্ধি পেয়েছে। ইউরোপ ও কানাডার বাজারে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৩.৮৩% ও ২৩.৭৮%।

স্পেন, পোল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সসহ ইউরোপের প্রায় সকল দেশে রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া এ সময়ে অপ্রচলিত বাজারেও রপ্তানি বেড়েছে ২৪.২৬%। সামগ্রিকভাবে ২০২১-২২ অর্থবছরের প্রথমার্ধে পোশাকের মোট রপ্তানি ২৮% বৃদ্ধি পেয়ে ১৯.৯ বিলিয়ন ডলারে দাড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App