×

জাতীয়

সুন্দরবনে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ১১:৫৬ এএম

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) নিষেধাজ্ঞা আরোপের এক দিনের মধ্যেই তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এর বদলে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পর্যটক নিয়ে পর্যটকবাহী নৌযান চলাচলের অনুমতি দেয়া হয়েছে বলে বিআইডব্লিউটিএ এর উপ পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় বৃহস্পতিবার খুলনা থেকে সুন্দরবন ভ্রমণ, শিক্ষা সফর, বনভোজন, নৌভ্রমণ ও নৌবিহারে পর্যটকবাহী নৌযান ও লঞ্চগুলোর চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

খুলনা নদীবন্দরের বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক বৃহস্পতিবার বলেছিলেন, গত ১০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তে বিআইডব্লিউটিএ এর প্রধান কার্যালয়ের নির্দেশ অনুযায়ী এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতেই তা প্রত্যাহার করা হয়েছে জানিয়ে বিআইডব্লিউটিএ এর উপ পরিচালক মিজান শুক্রবার গণমাধ্যমকে বলেন, সংক্রমণ রোধে নৌযানে পর্যটক সংখ্যা সীমিত  রাখতে হবে। আর সরকার যেসব স্বাস্থ্যবিধি জারি করেছেন, সেসব সবার মেনে চলতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App