×

জাতীয়

বাউলের ছদ্মবেশী হেলালকে কারাগারে পাঠানোর নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ১১:৩৪ পিএম

বাউলের ছদ্মবেশী হেলালকে কারাগারে পাঠানোর নির্দেশ

র‌্যাবের বেষ্টনীতে বাউল ছদ্মবেশী হেলাল

নিজেকে আড়াল করতে ছদ্মবেশ ধারণ করা বগুড়ার একাধিক হত্যা মামলার আসামি হেলাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে তাকে ঢাকা থেকে বগুড়ায় এনে থানায় হস্তান্তরের পর আদালতে তোলা হয়।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-১২ বগুড়ার পক্ষ থেকে হেলালকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। এরপর তাকে হাজির করা হয় বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিস্কৃতি হাগিদকের আদালতে।

বগুড়ার আদালত পরিদর্শক সুব্রত কুমার জানান, আদালত তাকে কাস্টডি পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই তাকে ওই আদালতের দোতলায় হাজত খানায় পাঠানো হয়। সেখানে তার সঙ্গে দেখা করতে গেছেন ছেলে হেদায়েতুল ইসলাম শিমুল, মা বিলকিস বেওয়াসহ নিকটাত্মীয়রা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App