×

সারাদেশ

নাসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ১০:৩৭ পিএম

নাসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন চলাকালে কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে।

কয়েকজন প্রধান শিক্ষক শুক্রবার জানিয়েছেন, ভোট চলাকালে তাদের ডেকে নিয়ে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা বন্ধ রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খোন্দকার বলেন, বিষয়টি আমার জানা নেই। সাধারণভাবে নির্বাচন কমিশন কর্মকর্তাদের দায়িত্ব ভোটকেন্দ্র সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার। তবে এসব সিসিটিভি ক্যামেরা কারা কী উদ্দেশ্যে লাগিয়েছে, কাদের নিয়ন্ত্রণে তা আগে দেখতে হবে। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে না থাকলে কর্মকর্তারা সিসিটিভি ক্যামেরা বন্ধ করতে বলবে, এটিই স্বাভাবিক।

জানা যায়, সিসিটিভি ক্যামেরাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় আগে থেকেই লাগানো।

বিষয়টি সম্পর্কে খোঁজ নেয়ার পর সচিব জানান, বিষয়টি সম্পর্কে তিনি খবর নিয়েছেন। জানতে পেরেছেন, সিসিটিভি ক্যামেরাগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ছাড়া ভোটকেন্দ্রে সিটিটিভি ক্যামেরা থাকতে পারে না। তাই বন্ধ রাখতে বলা হয়েছে।

এগুলো বন্ধ রাখার নির্দেশ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আগের দিনের মতো শুক্রবারও বারবার চেষ্টা করে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র করা হয়েছে এবং যেসব প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো ভোটের দিন বন্ধ রাখতে গত মঙ্গলবার নির্দেশ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App