×

আন্তর্জাতিক

দাবানলে পুড়ছে আর্জেন্টিনা, জরুরি অবস্থা জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৬:৩৪ পিএম

দাবানলে পুড়ছে আর্জেন্টিনা, জরুরি অবস্থা জারি

আর্জেন্টিনার পাতাগোনিয়ায় আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মী। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। পুরো এলাকায় কালো ধোঁয়া ছেয়ে গেছে। দেশটির প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয় আন্দিজ পর্বতমালার দীর্ঘতম হাইওয়ে।

পাতাগোনিয়া অঞ্চলে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাতাসের গতিবেগ তীব্র হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে তাদের। এমনকী অগ্নিনির্বাপক দিয়েও বাগে আনা যাচ্ছে না আগুন।

আন্দিজ পর্বতমালার দীর্ঘতম হাইওয়ে বন্ধ করে দেয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। বিশেষজ্ঞরা বলছেন, ওই এলাকার বনাঞ্চলে শুকনো উপাদান বেশি থাকায় আগুনের মাত্রা বেড়েই চলেছে। দাবানল খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে।

ন্যাশনাল পার্ক হোরাসিও প্যারাডেলা পরিচালক নাহুয়েল হুয়াপি বলেন, এখানে মাটির নিচে অনেক শুকনো বেত রয়েছে। বনের মাটিতে এই উপাদান টাইম বোমের মতো। যার কারণে দাবানল খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App