×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৯:১৭ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ও জনবহুল দ্বীপ জাভায় ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্প হয়।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান দ্য ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এক বিবৃতিতে জানিয়েছে, ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পের ফলে সুনামির আশঙ্কা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ভূমিকম্পে জাভা দ্বীপে এখনও হতাহতের খবর না আসলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গে স্থানীয়রা সড়কে জড়ো হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App