নতুন বছরের শুরুতে দেশে আবারও করোনার প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও ছয় জনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৯ জনে।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও চার হাজার ৩৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মাধ্যমে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৯ হাজার ৪২ জনে উন্নীত হলো।
এর আগে, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিলেন তিন হাজার ৬৯ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।