×

যুক্তরাষ্ট্র

কানাডায় করোনা টিকা না নিলে দিতে হবে কর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ১২:৩৫ এএম

কানাডায় করোনা টিকা না নিলে দিতে হবে কর

প্রতীকী ছবি

করোনা টিকা নিতে অনিচ্ছুক ব্যক্তিদের জন্য নতুন আইন করতে যাচ্ছে কানাডার দ্বিতীয় জনবহুল প্রদেশ কুইবেক। নতুন আইনে যারা টিকার ডোজ নিতে আগ্রহী নন, দেশের স্বাস্থ্যসেবা খাতের জন্য অতিরিক্ত কর দিতে হবে তাদের।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে কানাডার সম্প্রচারমাধ্যম সিবিসি বিষয়টি জানিয়েছে।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, কুইবেকের মুখ্যমন্ত্রী ফ্র্যাঙ্কোইস লেগাউল্ট স্থানীয় সময় বুধবার দুপুরে এ বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি জানান, নতুন এই আইন এখনও খসড়া আকারে রয়েছে; তবে শিগগিরই এটি চূড়ান্ত করা হবে এবং প্রাদেশিক আইনসভায় পাসের পর পুরো প্রদেশে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App