×

আন্তর্জাতিক

করোনায় ভারতে একদিনে শনাক্ত আড়াই লাখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ১২:০৩ পিএম

করোনায় ভারতে একদিনে শনাক্ত আড়াই লাখ

প্রতীকী ছবি

ভারতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ধরা পরল।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দেশটিতে ২ লাখ ৪৭ হাজার করোনা সংক্রমণ শনাক্ত  হয়েছে। যা আগের দিনের থেকে প্রায় ২৭ শতাংশ বেশি। বুধবারই আক্রান্তের সংখ্যাটা ১৫ শতাংশ বেড়েছিল, সেখানে এ বৃদ্ধি রীতিমতো উদ্বেগ তৈরি করেছে ভারতবাসীর মনে। খবর এনডিটিভি ও সংবাদ প্রতিদিনের।

তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু বাড়েনি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় দেশে হারিয়েছেন ৩৮০ জন। করোনা মহামারীতে ভারতে মোট ৪ লাখ ৮৫ হাজারেরও বেশি মৃত্যু হয়েছে।

বর্তমানে ভারতে ৩ কোটি ৬৩ লাখ করোনা শনাক্ত রোগী রয়েছে। এদের মধ্যে ৫ হাজার ৪৮৮ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ওমিক্রন আক্রান্তদের মধ্যে ২ হাজার ১৬২ জন সুস্থ হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১১ লাখ ১৭ হাজার ৫৩১ জন। যা আগের দিনের থেকে প্রায় ১ লাখ ৬২ হাজার বেশি।

এখনও পর্যন্ত ভারতে ৩ কোটি ৪৭ লক্ষ ১৫ হাজার ৩৬২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন।

ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, এখনও পর্যন্ত দেশটিতে প্রায় ১৫৪ কোটি ৬১ লাখের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাদানের পাশাপাশি আগের মতোই চলছে করোনা পরীক্ষা। এখনও পর্যন্ত ভারতে ৬৯ কোটি ৭৩ লাখ মানুষ করোনার টিকা পেয়েছেন।

এদিকে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতোমধ্যেই দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে আলোচনা সেরেছেন তিনি। আজ রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের করোনা রুখতে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন মোদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App