প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২ , ১১:৫৭ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ১৩, ২০২২ , ১১:৫৭ পূর্বাহ্ণ
বৃহস্পতিবার কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরায় সংঘটিত দুর্ঘটনাগ্রস্থ ট্রাক ও সিএনজি অটোরিক্সাটি। ছবি: ভোরের কাগজ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকের চাপায় সিএনজি অটোরিক্সার চালকসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল আটটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিচয় পাওয়া গেছে। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের বাসিন্দা কাউসার মিয়া (৩৫)। কিন্তু দুর্ঘটনায় নিহত সিএনজি যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
ওসি জানান, কুমিল্লা অভিমুখী পণ্যবাহী একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী সিএনজি অটোরিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এর চালক ও একজন যাত্রী মারা যান। অটোরিক্সাটিতে থাকা বাকি চার যাত্রী মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।