×

আন্তর্জাতিক

লকডাউনে পার্টি, ক্ষমা প্রার্থনা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ১১:৪৩ পিএম

লকডাউনে পার্টি, ক্ষমা প্রার্থনা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

পার্লামেন্টে ক্ষমা প্রার্থনা করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

লকডাউন অমান্য করে নিজের বাসভবনে পার্টি করে দেড় বছর আগে যে ‘ভুল’ করেছিলেন তার জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আগে বিরোধী ও সমালোচকরা তার পদত্যাগ দাবি করেন।

বুধবার (১২ জানুয়ারি) রাতে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই নিউজ এ খবর জানিয়েছে।

পার্লামেন্ট ভবনে নিজের ‘ভুল’ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত আচরণের কারণে জনগণ যে আমার নেতৃত্বধীন সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছেন- তা আমি অনুভব করতে পারছি।

বরিস জনসন আরও বলেন, এই ক্ষোভ স্বাভাবিক। কারণ আইন করা যাদের কাজ- তারাই যদি আইনভঙ্গ করেন, তাহলে সেটি মেনে নেয়া কষ্টকর।

২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যে করোনার প্রথম ঢেউ চলার সময়ে লকডাউন উপেক্ষা করে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নিজের সরকারি বাসভবনে পার্টির আয়োজন করেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। তাতে উপস্থিত হন শতাধিক অতিথি। আগে থেকেই যার যার মদ আনার জন্য বলা হয়।

পার্টিতে অতিথিদের ই-মেইলে আমন্ত্রণ জানানো হয়। সম্প্রতি সেটি ফাঁস হওয়ায় ২০২০ সালের ২০ মে সেই পার্টির আয়োজন করেন বরিস জনসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App