×

অপরাধ

যশোরে আদ-দ্বীন মেডিকেলে ভারতীয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৯:৪১ পিএম

যশোরে আদ-দ্বীন মেডিকেলে ভারতীয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

প্রতীকী ছবি

যশোরের আদ-দ্বীন মেডিকেলের হোস্টেল থেকে ভারতীয় শিক্ষার্থী সীমা জোহরার (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। মেডিকেল কলেজের হোস্টেলের পঞ্চম তলার বাথরুম থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (১২ জানুয়ারি) সকালে যশোর আদ-দীন সখিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামাল উদ্দিন পুলিশে খবর দিলে চাঁচড়া ফাঁড়ির পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

এসময় জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহমেদ তারেক শামস সীমাকে মৃত ঘোষণা করে। সীমা জোহরা ভারতের জম্মু-কাশ্মীরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মাদের মেয়ে।

যশোর আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামাল উদ্দিন বলেন, বুধবার ভোরে হাউজ কিপার মর্জিনা আমাকে বিষয়টি জানান।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে রুমের দরজা ভেঙে সীমা জোহরাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। তখন জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সীমা বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

লাশ হস্তান্তরের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্ত শেষে ভারতীয় হাইকমিশনার পারমিট দিলে লাশ হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App