×

আন্তর্জাতিক

ইউনাইটেড এয়ারলাইন্সের ৩,০০০ কর্মী করোনায় আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ১১:৫৭ এএম

ইউনাইটেড এয়ারলাইন্সের ৩,০০০ কর্মী করোনায় আক্রান্ত

ইউনাইটেড এয়ারলাইন্স তাদের কর্মকর্তাদের অপর্যাপ্ত সংখ্যার সঙ্গে ভারসাম্য করে ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিয়েছে। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের প্রায় ৩ হাজার কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। ওমিক্রন কীভাবে কর্মক্ষেত্রে দ্রুত ছড়িয়ে পড়েছে তার একটি উদাহরণ এটি।

উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (১১ জানুয়ারি) এয়ারলাইন্সটির প্রধান নির্বাহী কর্মকর্তা গত কয়েকটি সপ্তাহকে খুব প্রতিকূল ও অত্যধিক চাপপূর্ণ বলে অভিহিত করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের।

তিনি উল্লেখ করেন, ওমিক্রনের ঢেউ আমাদের কার্যক্রমকে প্রভাবিত করছে। এটি ছুটির মৌসুমে গ্রাহকদের সঙ্গে আমাদের ভাঙ্গন তৈরি করেছে। যার ফলে আমাদের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে।

এ ভাইরাসের প্রভাবে এক দিনেই তিন ভাগের এক ভাগ কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েছেন।

এটার ফলাফল হিসেবে ইউনাইটেড এয়ারলাইন্স তাদের কর্মকর্তাদের অপর্যাপ্ত সংখ্যার সঙ্গে ভারসাম্য করে ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App