×

সারাদেশ

আড়াই মাস পর ময়মনসিংহ মেডিকেলে করোনায় ৪ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ১১:২৭ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) সকালে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন। ডা. মহিউদ্দিন খান মুন জানান, মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় একজন করোনা পজিটিভ রোগী ও তিনজন উপসর্গে মারা যান। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের অরুনা পাল (৯০) মারা যান। এই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান জেলার হালুয়াঘাট উপজেলার হরমুজ আলী (৬০), ময়মনসিংহ সদরের জয়গুন (৮০) ও হিমু (২৯)।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন শনাক্ত হয়েছেন ১৮ জন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। বর্তমানে করোনা ইউনিটে ৫ জন পজিটিভ রোগীসহ ভর্তি রয়েছেন ৪২ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রয়েছেন ২ জন রোগী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App